বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে আট প্রশিক্ষণার্থী বিচারক জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে আট প্রশিক্ষণার্থী বিচারক জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন 

কুড়িগ্রামে ৪৮শ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ প্রশিক্ষণার্থী বিচারক জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছে। চলমান ৪৮শ বুনিয়াদি কোর্সের অংশ হিসেবে মাঠ সমিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের নিমিত্তে গত মঙ্গলবার কুড়িগ্রামে আগত ০৮ জন প্রশিক্ষণার্থী সহকারী জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে স্বাগত জানান, কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ এ.কে.এম ওহিদুন্নবীসহ জেলা পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরপর কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরিচয়পর্ব শেষে  কুড়িগ্রাম জেলা সম্পর্কে ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত জানান পুলিশ সুপার। এছাড়াও প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন  তিনি।

কুড়িগ্রামে আগত ৪৮শ বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীরা সকলে সম্মিলিতভাবে সদাশয় সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো তরান্বিত করার প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন। 

কুড়িগ্রামে আগত ৮ প্রশিক্ষণার্থী বিচারকরা হলেন,  ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী জজ মো. মুসতানসীর হাসান চৌধুরী, ঝিনাইদহ জেলার সহকারী জজ গোপাল চন্দ্র সরকার, যশোর জেলার সহকারী জজ সুজাতা আমিন, বাগেরহাট জেলার সহকারী জজ মো. তুহিনুল ইসলাম, কক্সবাজার জেলার সহকারী জজ আবদুল মান্নান, বরগুনা জেলার সহকারী জজ মো.সিহাবুর রহমান, ফরিদপুর জেলার সহকারী জজ আবির হোসেন  ও নোয়াখালী জেলার সহকারী জজ সখিনা আক্তার।

প্রশিক্ষণরত সম্মানিত বিচারকরা এর আগে ভুরুঙ্গামারীতে জেলা পুলিশের ক্রাইম প্রিভেনশন ক্লিনিকেও অংশগ্রহণ করেন। তারা কুড়িগ্রামে বিচার, প্রশাসন ও পুলিশ বিভাগের সুদৃঢ় সমন্বয়,  সমপ্রীতি,  মেলবন্ধন ও ন্যায্যতার ভিত্তিতে নাগরিকসেবার মান দেখে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

টিএইচ